Friday, July 13

চলতি অর্থবছরে গাড়ি মালিকদের আয়কর দিতে হবে বেশি

এদেশের গাড়ি মালিকদের চলতি অর্থবছর থেকে বেশি আয়কর দিতে হবে। ক্ষেত্রবিশেষ প্রাইভেট কারের আয়কর গতবছরের তুলনায় দ্বিগুণ করা হয়েছে। বাধ্যতামূলক করা হয়েছে যানবাহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস নবায়নকালে নির্দিষ্ট আয়কর পরিশোধ। এ নিয়ে গাড়ি মালিকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কারণ নতুন ও পুরনো মোটরকারের ক্ষেত্রে আয়কর ভিন্নতর হওয়া যৌক্তিক হলেও তা কার্যকর হয়নি।সংশ্লিষ্ট সূত্র মতে, গত ৩ বছরের ব্যবধানে প্রাইভেট কারের আয়কর বেড়েছে ৫ গুণেরও বেশি। ২০০৯-�১০ অর্থবছরে ১৫শ� সিসি পর্যন্ত নতুন বা পুরনো গাড়ির কর প্রথমবারের ধার্য করা হয়েছিল ৩ হাজার টাকা। চলতি অর্থবছরে বাড়িয়ে তা বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে। তাছাড়া চলতি অর্থবছরে বাস ও ট্রাকের ওপরও নতুনভাবে আয়কর ধার্য করা হয়েছে। এনবিআরের মতে, মোটরযানের মালিকদের জন্য এটি অগ্রিম আয়কর। কারণ অগ্রিম হিসেবে গাড়ি মালিকদের কাছ থেকে আদায় করা হলেও তা করদাতার প্রদেয় কর থেকে বাদ যাবে। আয়ের ভিত্তিতে সমন�য় করা হবে এ কর। যদি কারো আয়কর এরচেয়েও কম হয় তবে তা ফেরত নিতে পারবেন কিংবা পরবর্তী করবর্ষের জন্য তা সমন�য়ও করতে পারবেন। মূরত সরকার রাজস্বের স্বার্থেই যানবাহনের আয়কর বাড়িয়েছে।সূত্র মতে, সরকারের আয়করের সংশোধিত হার অনুযায়ী রেজিস্ট্রেশন ও ফিটনেস নবায়নকালে ১৫শ� সিসি পর্যন্ত প্রতিটি মোটরকারের আয়কর গতবছরের ১০ টাকার জায়গায় ১৫ হাজার টাকা, ২ হাজার সিসি পর্যন্ত মোটরকারে ১৫ হাজার টাকার জায়গায় ৩০ হাজার টাকা, ২ হাজার সিসির ওপরে প্রতিটি মোটরকারের জন্য ৩০ হাজার টাকার জায়গায় ৫০ হাজার, ২৮শ� সিসি পর্যন্ত প্রতিটি জিপের জন্য ৩৫ হাজার টাকার জায়গায় ৬০ হাজার টাকা, ২৮শ� সিসির ওপরের জিপের জন্য ৫০ হাজার টাকার জায়গায় ১ লাখ টাকা আয়কর বাধ্যতামূলক করা হয়েছে। তাছাড়া মাইক্রোবাসের ক্ষেত্রে আগে কোনো আয়কর না থাকলেও চলতি অর্থবছর থেকে গাড়িপ্রতি ১৫ হাজার টাকা আয়কর দিতে হবে। একইভাবে বাস-ট্রাকের ওপরও আয়কর ধার্য করা হয়েছে। সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের তারিখ থেকে ১০ বছর অতিক্রান্ত হয়নি এমন ৫২ সিটের অধিক আসনের বাসপ্রতি ১০ হাজার টাকা এব এর কম আসনবিশিষ্ট বাসে ৭ হাজার টাকা আয়কর ধরা হয়েছে। তাছাড়া কনটেইনার পরিবহনে ব্যবহ�ত প্রাইমুভারের জন্য ১৫ হাজার টাকা, ৫ টনের বেশি ধারণক্ষমতার ট্রাক, ট্যাংক-লরি প্রতিটির জন্য ৬ হাজার এবং এর কম ধারণক্ষমতার ট্রাক, ট্যাংক-লরির জন্য আড়াই হাজার টাকা আয়কর দিতে হবে। তবে তাপানুকূল লাক্সারি বাস, দোতলা বাস, মিনিবাস/কোস্টার, শীতাতপ নিয়ন্ত্রিত ও শীতাতপবিহীন ট্যাক্সি ক্যাবের জন্য বিদ্যমান আয়কর হার অপরিবর্তিত রাখা হয়েছে। তাছাড়া সরকারি প্রতিষ্ঠান, করযোগ্য সত্তা নয় এমন প্রতিষ্ঠানের গাড়িসহ পাবলিক বিশ্ববিদ্যালয়, বিদেশী দূতাবাস, জাতিসংঘ ও তার অঙ্গপ্রতিষ্ঠানের মালিকানাধীন গাড়ির ওপর কোন আয়কর ধার্য করা হয়নি। খবর

:-ফেয়ার নিউজ


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়