Thursday, July 19

এইচ.এস.সি পরীক্ষায় কানাইঘাটে সন্তোষজনক ফলাফল অর্জন

 নিজস্ব প্রতিবেদক:
সিলেট শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এইচ.এস.সি পরীক্ষায় কানাইঘাট উপজেলার ৪টি কলেজ অভূতপূর্ব ফলাফল অর্জন করায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহলে আনন্দ-উল্লাস বইছে। তার মধ্যে ঐতিহ্যবাহী কানাইঘাট ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার পর এবারের এইচ.এস.সি পরীক্ষায় বিভিন্ন বিভাগে সর্বমোট ২৬৩জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৪টি এ প্লাসসহ ২০০জন পরীক্ষার্থী উত্তীর্ণের মধ্য দিয়ে সেরা ফলাফল অর্জন করায় কলেজের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। ৪টি কলেজ থেকে এইচ.এস.সি পরীায় মোট ৪৫৪জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে তার মধ্যে ৩৮০জন কৃতকার্য হয়েছেন। প্রথমবারের মতো নব প্রতিষ্ঠিত কানাইঘাট মহিলা কলেজ থেকে ১৪জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২টি এ প্লাসসহ ১৩জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়ে চমক সৃষ্টি করেছে। গাছবাড়ী আইডিয়্যাল কলেজ থেকে ৯৯জন পরীক্ষার্থীর মধ্যে ৯৬জন এবং সড়কের বাজার মালিক নাহার মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ থেকে ৭৮জন পরীক্ষার্থীর মধ্যে ১টি এ প্লাসসহ ৭১জন পরীক্ষার্থী পাশ করেছে। উপজেলায় পাশের হার ৮৩.৭০। কানাইঘাট ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আলম মামুন তার অনুভূতি প্রকাশ করে বলেছেন নিয়মিত শিক্ষার্থীদের কাস টেস্ট, টিউটোরিয়াল পরীক্ষা ও আন্তরিকতার সহিত শিক্ষার্থীদের পাঠদান এবং সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ১৪টি এ প্লাসসহ এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে এ ধারাবাহিকতা এবং কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতসহ শতভাগ ফলাফল অর্জনে কলেজ কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়