Friday, June 22

এভারেস্ট জয়ীদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ে এভারেস্ট বিজয়ীদের এক সংবর্ধনা দিয়েছেন। এভারেস্ট বিজয়ী চার বাংলাদেশি মুসা ইব্রাহীম, এম এ মুহিত, নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন প্রত্যেকের হাতে সম্মাননা ক্রেস্ট ও এক লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী।সংবর্ধনা দেয়ার কালে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের অনেক অর্জন। আমরা বাঙালি হিসাবে নিজেদের পরিচয় দিতে পারছি, একটা স্বাধীন দেশ ও পতাকা পেয়েছি। এর সবই এনে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা আত্মপরিচয়ের সুযোগ পাচ্ছি। ভবিষ্যত প্রজন্ম বাংলাদেশের পতাকা আরো উঁচুতে নিয়ে যাবে।’ এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীম বলেন, ৬৭তম দেশ হিসাবে বাংলাদেশ এভারেস্ট জয় করেছে। এই পথ ধরে আরও অনেকে এগিয়ে আসবে। বাংলাদেশে একটি মাউন্টেনারি ইন্সটিটিউট প্রতিষ্ঠা এবং একদিনে ১০ লাখ গাছের চারা লাগিয়ে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেয়ার জন্য সরকার প্রধানের প্রতি আহ্বান জানান মুসা ইব্রাহীম। দুবার এভারেস্ট ঘুরে আসা মুহিত এভারেস্ট শৃঙ্গে বাংলাদেশের পতাকা নিয়ে তার একটি আলোকচিত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। বক্তব্যশেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও এস আই টুটুল। সূত্র:-খবরটোয়েন্টিফোর.কম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়