Thursday, June 28

৩৬ ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম বিমান চলাচল শুরু

৩৬ ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম বিমান যোগাযোগ শুরু হয়েছে। হযরত শাহ আমানত বিমানবন্দরে উঠানামা শুরু করেছে বিমান।বিমানবন্দরের রানওয়েতে জমে থাকা পানি সরে যাওয়ায় বৃহস্পতিবার ভোর ৫টায় দুটো বিমান অবতরণ করে। প্রবল বর্ষণের কারনে মঙ্গলবার বিকেল ৫টা থেকে শাহ আমানত বিমানবন্দরে বিমান উঠানামাসহ সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিমানবন্দরের রানওয়ে বৃষ্টির পানিতে তলিয়ে যায়। বিমানবন্দরের ব্যবস্থাপক রবিউল ইসলাম অভিযোগ করেন, পানি নিস্কাশনের জন্য দফায় দফায় সাহায্য চেয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে কোন সাড়া মেলেনি। পরে সমালোচনার মুখে সিটি কর্পোরেশন বিকেল ৪টায় পানি নিস্কাশনের জন্য একটি দল পাঠায় বিমানবন্দরে। বিমাবন্দর কর্র্র্তৃপক্ষ জানিয়েছে, ড্রেন পরিস্কার করার পর রানওয়ের পানি সরতে শুরু করে। পাশের দরিয়াখালের পানি অপসারণ করা হলে বিমান চলাচল উপযোগী হয়ে উঠে রানওয়ে। এরপরই শুরু হয় বিমান চলাচল।
আপলোড তারিখ : 2012-06-28 খবর:-ফেয়ার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়