কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ২নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল ভোরে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় সিলেট মদন মোহন কলেজের একাউন্টিং বিভাগের মাস্টার্সের ফাইনাল বর্ষের ছাত্র ও সিলেট আইডিয়াল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক বখতিয়ার আহমদ মোমিন (২৭) নৃশংসভাবে খুন হয়েছেন। আহত হয়েছেন তার আরো দুই স্বজন। নিহতের পরিবার ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, সোনাতনপুঞ্জি এলাকায় ১৭ একর টিলা বেষ্টিত বাগানের জায়গার দখল নিয়ে বড়বন্দ ১ম খন্ড গ্রামের আজিজুল হকের সাথে পার্শ্ববর্তী সিঙ্গারীপার গ্রামের সিরাজ উদ্দিন কনই গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। ১৭ একর জমির দখল নিয়ে আদালতে বর্তমানে মামলাও চলছে। জমি খন্ডটি আজিজুল হকের দখলে থাকলে প্রতিপক্ষের লোকজন জমি থেকে তাদের বেদখল করার জন্য গতকাল ভোর অনুমান ৫টায় সিঙ্গারীপার গ্রামের সিরাজ উদ্দী কনই ও আব্দুল মতিনের নেতৃত্বে একদল সশস্ত্র লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাগান বাড়ীতে হানা দিয়ে ঘুমন্ত অবস্থায় বখতিয়ার আহমদ মোমিন ও তার স্বজনদের উপর অতর্কিত হামলা চালায়। প্রতিপক্ষের হামলায় মর্মান্তিকভাবে দেশীয় সেলের আঘাতে মোমিন ঘটনাস্থলেই মারা যান। হত্যাকারীরা শিক্ষক মোমিনের লাশ গুম করার জন্য নিকটবর্তী ভারত সীমান্তের সিঙ্গারী নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় হামলাকারীদের হাতে নিহতের স্বজন গুলজার আহমদ (২৯) ও আমিন উদ্দীন (২৮) গুরুতর আহত হন। কয়েকজন পালিয়ে প্রাণে রক্ষা পান। আহতদের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে নিহতের লাশ সিঙ্গারী নদীর পাড়ে ফেলে রেখে খুনীরা পালিয়ে যায়। মদন মোহন কলেজের মেধাবী ছাত্র বখতিয়ার আহমদ মোমিনের মর্মান্তিক হত্যাকান্ডের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। হত্যাকান্ডের খবর পেয়ে প্রথমে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল হোসেইন ও ওসি (তদন্ত) রুহুল আমিন গতকাল সকালে ঘটনাস্থলে যান এবং নিহত মোমিনের লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরী করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এছাড়া খবর পেয়ে সিলেট উত্তর সার্কেলের সহকারী পুলিশ সুপার বীণা রাণী দাসও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি মোমিনের হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হবে বলে স্থানীয় সাংবাদিকদের জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উল্লেখ্য যে, নিহত বখতিয়ার আহমদ মোমিন সিলেট শহরে বসবাস করেন। গত রবিবার বিকেলে তিনি তার গ্রামের বাড়ীতে এসে বাগান বাড়ীতে রাত্রিযাপনের দিনই প্রতিপক্ষের হামলায় প্রাণ হারায়।
verry bad news for kanaighat
ReplyDelete