একদিনের ব্যবধানে কানাইঘাটে ফের খুনের ঘটনা ঘটেছে। পুকুরে বাঁধ দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় খুন হন বৃদ্ধ ফয়জুল হক হেছাই (৭০)।আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে কানাইঘাট সদর ইউনিয়নের সোনারপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বন্যার পানি থেকে পুকুর রক্ষার বাঁধ দিতে গিয়ে ফয়জুল হক হেছাইর সাথে বিরোধ দেখা দেয় তার চাচাতো ভাই বলু মিয়ার। এ নিয়ে বাক বিতন্ডা থেকে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বলু মিয়ার পুত্ররা এসে পিতার পক্ষ নিয়ে ফয়জুল হক হেছাইর উপর দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই ত্রাণ হারান এ বৃদ্ধ। এ সময় ফয়জুল হক হেছাইকে রক্ষা করতে এসে গুরুতর আহত হন তার দু’পুত্র। খবর পেয়ে কানাইঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে যান। রাতেই পুলিশ লাশ উদ্দার করেছে। থানা সূত্রে জানা গেছে, ময়না তদন্তের জন্য লাশ আজ বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। রাত ৯টায় এ রিপোর্টা লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ত্ততি চলছে। ঘটনার পর থেকে বলু মিয়া ও তার পুত্ররা বাড়ী ছাড়া রয়েছে। প্রসঙ্গত গত সোমবার কানাইঘাটের বড়বন্দে প্রতিপক্ষের হাতে খুন হন কলেজ ছাত্র বখতিয়ার আহমদ মোমিন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়