উদ্বোধনের আগেই নবনির্মিত কানাইঘাট সুরমা সেতুর কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্ত ও ফাটলের সৃষ্টি হয়েছে। এতে কাজের মান নিয়ে সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে। জানা যায়, সিলেটের পূর্বাঞ্চলীয় উপজেলা কানাইঘাটের আড়াই লাখ মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে জোট সরকারের আমলে ২৯৩ক্ম৯ মিটার প্রস্থ সুরমা সেতুর কাজ শুরু হয়। ২৪ কোটি টাকা ব্যয়ে আবদুল মোনেম লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৫ বছরে সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন করে। এখনও নির্মাণ কাজ চলছে। আজও সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়নি। পরীক্ষামূলকভাবে কিছু হালকা যানবাহন চলাচল করায় উদ্বোধনের আগেই ব্রিজের ৩ স্থানে কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ বলেন, নবনির্মিত সুরমা সেতুর কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হওয়ার বিষয়টি সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে জানানো হয়েছে। অন্যদিকে নিম্নমানের কংক্রিট দিয়ে সেতুএপ্রোচ সড়কের কার্পেটিংয়ের কাজের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।
eta k jotho durotho sombob repairing kora howk,songslisto sokol kormokortader kase amader onurud bises kore ay obohelitho oncholer communicationer sarthe thorith gothithe bebostha newa howk...........
ReplyDeleteeta k jotho durotho sombob repairing kora howk,songslisto sokol kormokortader kase amader onurud bises kore ay obohelitho oncholer communicationer sarthe thorith gothithe bebostha newa howk...........
ReplyDeleteKANAIGHAT BASIDER KE NIA R KOTO KHELBE DURNITIBAZRA. ETO PORISROMER FOSOL EI SETUTA KI SES PORJONTO TIKBE?
ReplyDeleteAMADER MOHAN NETARA KI ETA DEKEN NA??