প্রধানমন্ত্রীর নিজ দফতরের উদ্যোগে বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় দেশের নৃতাত্বিক জনগোষ্ঠীকে মূল ¯্রােতে ফিরিয়ে আনা এবং তাদের আতœকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কানাইঘাটের দূর্গম পাহাড়ী এলাকার ২২টি খাসিয়া সম্প্রদায়ের পরিবারের মধ্যে ২০টি সেলাই মেশিন এবং ধর্মীয় উপাসনালয়ে ব্যাবহারের জন্য সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ করা হয়েছে। কানাইঘাট উপজেলা প্রশাসনের মাধ্যমে আজ বৃহস্পতিবার দুপুর১২ টায় ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নে কাড়াবাল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে খাসিয়া সম্প্রদায়ের মধ্যে অনুদান প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আ,লীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং লক্ষীপ্রসাদ ইউপি আ,লীগের সাধারণ সম্পাদক হেলাল আহমদ চৌধূরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম সোহরাব হোসেন। বিশেষ অতিথি ছিলেন,জেলা আ,লীগের অন্যতম নেতা লোকমান আহমদ,জেলা আ,লীগের উপ-প্রচার সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ। অনুষ্ঠান শেষে লক্ষীপ্রসাদ ইউপির সদিছড়ী খাসিয়া পুঞ্জির প্রশিক্ষণপ্রাপ্ত ২২টি পরিবারের মধ্যে ২০টি সেলাই মেশিন ও সাংস্কৃতিক কর্মকান্ডে ব্যাবহারের জন্য বিভিন্ন প্রকারের বাদ্যযন্ত্র তুলে দেওয়া হয়। এসময় পুঞ্জির খাসিয়াদের মধ্যে উপস্থিত ছিলেন সদিছড়ী পুঞ্জির হেডম্যান বিমল রয়,সায়মন,বরালী,বিক্টর,বুটিশ,বিশন,নভেল প্রমূখ। সরকারের পক্ষ থেকে প্রথমবারের মতো নৃতাত্ত্বি¡ক গোষ্ঠীর আওতাভুক্ত খাসিয়ারা তাদের জীবন মানের উন্নয়নের জন্য প্রতিটি পরিবার ১টি করে সেলাই মেশিন ও সাংস্কৃতিক সরঞ্জাম পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এর মাধ্যমে তাদের প্রত্যেকের পরিবারে স্বচ্ছতা ফিরে আসবে বলে জানান। নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেন তার বক্তব্যে বলেন, সরকার নৃতাত্ত্বি¡ক জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন আর্থিক সহায়তা প্রকল্প গ্রহনের মাধ্যমে সুষ্ঠু ও সাবলম্বী হয়ে বেঁচে থাকার জন্য যূগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছে। তিনি পর্যায়ক্রমে প্রশাসনের পক্ষ থেকে কানাইঘাটের আদিবাসী জনগোষ্ঠীর কল্যানে সব ধরনের আর্থিক অনুদানের আশ্বাস প্রদান করেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়