Friday, May 11

কানাইঘাটে দূর্গম পাহাড়ী এলাকায় এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা

কানাইঘাটের পল্লীতে নৃশংসভাবে উপুর্যপোরি ধারালো দা দিয়ে কুপিয়ে ছয়দুল হক(৪২) নামে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। এ নৃশংস ঘঠনাটি ঘটেছে গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউ,পির দূর্গম পাহাড়ী এলাকার বড়চাতল পশ্চিম গ্রামে। স্থানীয় পুলিশ ও এলাকাবাসীর কাছ থেকে জানাযায়, একই গ্রামের মৃত মখন মিয়ার প্ত্রু আব্দুল আলিম(২৫)উরফে কংগ্রেস পূর্ব আক্রোশের জের ধরে গত বৃহস্পতিবার রাতে পারিবারিক বিরোধ নিরসনের কথা বলে ছয়দূল হককে তার নিজ বাড়ীতে ডেকে নেয়। এক পর্যায়ে রাত ১টার দিকে আব্দুল আলিম ছয়দুল হককে ধারালো দা,দিয়ে শরীরে বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে ঘটনাস্থলে খুন করে । এ সময় আলিমের স্ত্রী শীলা বেগম(২২) ছয়দুলকে রক্ষার জন্য এগিয়ে আসলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে। এসময় শীলা বেগমের সুরচিৎকারে আশপাশের লোপনকজন এগিয়ে আসলে ঘাতক আলিম দূত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন কানাইঘাট থানা পুলিশে খবর দিলে গতকাল সকালে থানার অফিসার ইনচার্জ রফিকুল হোসেন ও ওসি(তদন্ত) রুহুল আমিন¡ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত ছয়দুলের লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য সিলেট ওমেক হাসপাতালে প্রেরণ করেন। এব্যাপারে নিহতের ভাই সফিকুল হক বাদী হয়ে ঘাতক আব্দুল আলিমকে আসামী করে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং (৭)১১/৫/০১২। তবে ঘাতক আব্দুল আলিম ঘটনার পর থেকে পলাতক রয়েছে। এদিকে ছয়দুল হকের হত্যাকান্ড নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়