Thursday, February 23

বিদ্যুতের আলোয় আলোকিত রাজাগঞ্জ ইউনিয়নের খালপারবাসী

কানাইঘাট উপজেলার ৯ নং রাজাগঞ্জ ইউনিয়নের খালপারবাসী এখন বিদ্যুতের আলোয় আলোকিত। স্বাধীনতার চল্লিশ বছর পর হলেও বিদ্যুৎ পেয়ে উল্লাসিত খালপার গ্রামের মানুষ। গ্রামে বিদ্যুতায়ন উপলক্ষে গত সোমবার এক অনুষ্ঠানের আয়োজন করে সিলেট পল্লি বিদ্যুৎ সমিতি-২। কানাইঘাট উপজেলা ডাইরেক্টর মো: ইমাম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট পল্লি বিদ্যুৎ সমিতি ২এর বোর্ড সভাপতি মো: মুহিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সমিতির জেনারেল ম্যানেজার উমর আলী, সদর উপজেলা ডাইরেক্টর বদরুজ্জামান এনাম, কানাইঘাট জোনাল অফিসের ডিজিএম তাজুল ইসলাম, এজিএম এমএম হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমিতির বোর্ড সভাপতি মো: মুহিবুর রহমান বলেন, বর্তমান সরকার এদেশের গ্রামীন জনগোষ্ঠির সদস্যা সমাধানে আন্তরিক। আমাদের প্রত্যেকের উচিত সরকারকে সর্বাত্বক সহযোগিতা করা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়