Friday, February 24

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কানাইঘাটের প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার আত্মহত্যা

কানাইঘাট উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আব্দুল বাছিত (৩৫) গত বুধবার দুপুর সোয়া ১২টায় সিলেট রেলওয়ে ষ্টেশনের অদূরে চট্টগ্রাম থেকে সিলেট অভিমুখী চলন্ত সুরমা মেইলের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টায় সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল বাছিত তার ব্যবহৃত মোবাইল ফোন, মোটর সাইকেলের চাবি নিজ অফিসের টেবিলে রেখে কাউকে কিছু না বলে বাহিরে চলে যান। সারাদিন অপেক্ষার পর ফিরে না আসায় উপজেলা শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন সম্ভাব্য সকল স্থানে খুঁজে তাকে না পেয়ে তার পরিবারকে নিখোঁজের বিষয়টি অবগত করে পরদিন বৃহস্পতিবার এ ব্যাপারে কানাইঘাট থানায় একটি জিডি করেন। এদিকে বৃহস্পতিবার আব্দুল বাছিতের আত্মীয়-স্বজন পত্রিকা পড়ে জানতে পারেন যে, একজন অজ্ঞাত নামা ব্যক্তি বুধবার দুপুর সোয়া ১২টায় সিলেট রেলওয়ে ষ্টেশনের আউটার সিগনালে সুরমা মেইলের নিচে কাঁটা পড়ে আত্মহত্যা করে মারা গেছেন। নিহতের কোন পরিচয় না পেয়ে রেলওয়ে পুলিশ বেওয়ারীশ লাশ হিসেবে ময়না তদন্ত শেষে দাফন করেছে এর সূত্র ধরে নিহতের আত্মীয়স্বজনরা গতকাল রেলওয়ে থানায় উপস্থিত হয়ে পুলিশের তোলা ছবি ও সার্ট-প্যান্ট দেখে আব্দুল বাছিতের লাশ সনাক্ত করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আত্মীয় স্বজনরা লাশটি পুনরায় কবর থেকে উত্তোলন করে তার গ্রামের বাড়ী বিয়ানীবাজার উপজেলার বড়দেশ গ্রামে নিয়ে দাফন করার আইনি প্রক্রিয়া করছেন। নিহত সহকারী শিক্ষা অফিসার আব্দুল বাছিত প্রায় ৪বছর থেকে কানাইঘাটে কর্মরত ছিলেন। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন বলেন, নিহত আব্দুল বাছিতকে প্রায়ই বিষন্ন মনে হত এবং তার কতাবার্তা ছিল অগোছালো। আবার বেশ কয়েকজন শিক্ষকদের সাথে কথা হলে তারা বলেন, আব্দুল বাছিত বসর খানিক থেকে মানষিক ভারসাম্যহীনতায় ভোগছিলেন। মৃত্যুকালে তিনি মা-বাবা, স্ত্রী ও দুই মাসের একটি কন্যা সন্তান রেখে গেছেন বলে জানা যায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়