নিজাম উদ্দিন/কাওছার আহমদ:
কানাইঘাট জুড়ে প্রবাসীদের বাড়ি টার্গেট করে অস্ত্রধারী ডাকাতদল কর্তৃক একের পর এক প্রবাসীদের বাড়িতে দূধর্ষ ডাকাতি সংঘটিত হওয়ায় জনসাধারণের মধ্যে ডাকাত আতঙ্ক বিরাজ করছে। ফ্রান্স প্রবাসী ফারুক আহমদের বাড়িতে দূধর্ষ ডাকাতির ঘটনার ৭দিন যেতে না যেতেই গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার ৮নং ঝিংগা বাড়ি ইউপি’র নিজ ঝিংগাবাড়ি গ্রামের ৪ সহোদর প্রবাসীর বাড়িতে এক দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। স্থানীয় লোকজন ও সংঘটিত ডাকাতির ঘটনার বাড়ির লোকজন জানিয়েছেন, গত মঙ্গলবার রাত অনুমানিক আড়াইটায় গ্রামের মৃত ওলিউলাহর ৪ সৌদি প্রবাসী পুত্রের বাড়িতে ২০/২১ জনের অস্ত্রধারী সশস্ত্র ডাকাতদল হানা দিয়ে ঘরের কাঠের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গৃহকর্তী কুলছুমা বিবি (৭০) তার মেয়ের জামাই আমান উদ্দিন (৪৫), নাতি ছয়ফুল ইসলাম (৩৫) কে পিঠিয়ে আহত করে ঘরের নারী পুরুষসহ সবাইকে বেঁধে ফেলে ডাকাতরা। পরে ডাকাতরা চার প্রবাসীর বসত ঘরের সকেস, আলমারী ও সিন্দুক ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৬লক্ষ টাকার মালামাল লুটের পর ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। গতকাল বিকেলে সিলেট উত্তর সার্কেলের এএসপি বীণা রানী দাস, কানাইঘাট থানার সাব ইন্সপেক্টর আব্দুল ওয়াহীদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় গৃহকর্তী কুলছুমা বিবি থানায় বাদী হয়ে ডাকাতি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়