Saturday, December 31

কানাইঘাটে ডাকাতির ঘটনায় ১জন আটক

কানাইঘাট ৪নং সাঁতবাক ইউপি’র জুলাই গ্রামের ফ্রান্স প্রবাসী ফারুকের আহমদের বাড়িতে দুধর্ষ ডাকাতি ঘটনার সাথে জড়িত সন্দেহে আব্দুর রব (৪০) নামের এক ব্যক্তিকে কানাইঘাট থানা পুলিশ মঙ্গলবার আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিক জুলাই গ্রামের আরব আলীর পুত্র আত্মগোপনে থাকা আব্দুর রবকে জুলাই এলাকা থেকে আটক করেন। উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার রাতে অস্ত্রধারী একদল ডাকাত ফ্রান্স প্রবাসী ফারুক আহমদের বাড়িতে হানা দিয়ে ২ জনকে আহত করে ১৫ লক্ষ টাকার মালামাল লুট করে। পুলিশ ডাকাতির সাথে জড়িত সন্দেহে দু’জনকে এ পর্যন্ত আটক করলেও কোন মালামাল উদ্ধার করতে পারেনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়