কানাইঘাটে এক অটোরিক্সা (সিএনজি) চালকের ভূলের মাশুল দিলেন কানাইঘাট ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর ৫টেস্ট পরীার্থী। জানা যায়, উপজেলার ৪নং সাঁতবাক ইউনিয়নের ভবাণীগঞ্জ বাজার থেকে সিলেট-চ, ১২-৭৫১০ নাম্বারের সিএনজি রিজার্ভ করে সকাল ৯টায় কানাইঘাট ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিার্থী হালিমা বেগম, ফয়ছল আহমদ, সালোয়া বেগম, ফাউজিয়া বেগম, মাছুমা বেগম কলেজে আসার জন্য রওয়ানা দিলে সিএনজিটি সাঁতবাক ইউনিয়ন কমপ্লেক্সের পার্শ্বে আসা মাত্র ড্রাইভার সুহেল আহমদের ভুলে রাস্তা থেকে ছিটকে পড়ে উল্টেগেলে এ ৫শিার্থী রক্তাক্ত আহত হন। তাদের মধ্যে ৪শিার্থীকে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হলেও ফয়সল আহমদ গুরুতর আহত হওয়ায় তাকে সিলেট ওমেক হাসপাতালে প্রেরণ করা হয়। আহত এ পাঁচ শিার্থী গতকালকের কলেজের গতকালকের পৌরনীতি ২য় পত্রের টেস্ট পরীায় অংশগ্রহন করতে পারেন নি। আহত শিার্থীরা জানিয়েছেন সিএনজি ড্রাইভার সুহেল আহমদ তার পাশে বসা একটি ছেলেকে দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করলে এ দূর্ঘটনা ঘটে।
অটোরিক্সা খাদে পড়ে কানাইঘাট ডিগ্রি কলেজের ৫শিক্ষার্থী
অটোরিক্সা খাদে পড়ে কানাইঘাট ডিগ্রি কলেজের ৫শিক্ষার্থী আহত
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়