Wednesday, October 12

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ১২টি প্রশাসনিক কর্মকর্তার পদ শূন্য

কানাইঘাট উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তাসহ ১২টি প্রশাসনিক কর্মকর্তার পদ শূন্য রয়েছে। নির্বাহী কর্মকর্তা মতিউল ইসলাম চৌধুরী গত ৯সেপ্টেম্বর ২০১১ইং তারিখে ঢাকায় বদলি হলে পাশর্্ববর্তী জৈন্তা উপজেলার নির্বাহী কর্মকর্তাকে কানাইঘাটের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়। কিন্তু ১৫দিন অতিবাহিত হলেও তিনি এসময়ের মধ্যে একদিনের জন্য ও কানাইঘাট অফিসে আসেন নাই। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারী কাজের অগ্রগতি ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন থেকে সরকারের বিভিন্ন দপ্তরের প্রশাসনিক পদগুলো শূন্য রয়েছে। পদগুলো হচ্ছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রাথমিক শিা অফিসার, উপজেলা মাধ্যমিক শিা অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী, পরিসংখ্যান কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা ও সেটেলমেন্ট কর্মকর্তা। এদিকে খোঁজ নিয়ে জানা যায়, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ সাইফুল ইসলাম দীর্ঘদিন থেকে তার কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ ব্যাপারে ভ্যাটেনারী সার্জন আব্দুল কাহিরের সাথে কথা হলে তিনি বলেন, ডাঃ সাইফুল নৈমিত্তিক ছুটিতে আছেন। কিন্তু নৈমিত্তিক ছুটির নামে তিনি দীর্ঘদিন কেন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন জিজ্ঞাসা করা হলে, তিনি কোন সদুত্তর দিতে পারেননি। গুরুত্বপূর্ণ এসব পদ শূন্য থাকায় সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড ব্যাহত হচ্ছে এবং জনসাধারণ পাচ্ছে না তাদের কাংখিত সেবা। এছাড়াও দারুনভাবে তিগ্রস্থ হচ্ছে প্রশাসনিক কার্যক্রম।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়