Monday, August 15

কানাইঘাট বিএনপিতে ঐক্যের উদ্যোগ

কাওছার আহমদ: শিগগিরই কানাইঘাট উপজেলা বিএনপির বিবাদ মিটছে_ এমন খবরে নেতাকর্মীদের মধ্যে চাঙ্গা ভাব ফিরে এসেছে। তবে পদ-পদবী হারানোর আশঙ্কায় অনেকে চিন্তিত। দলীয় সূত্রে জানা যায়, আড়াই বছর আগে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে কমিটি গঠন নিয়ে বিএনপি নেতা প্রয়াত এম সাইফুর রহমান ও জেলা বিএনপির আহ্বায়ক এম ইলিয়াস আলীর সমর্থকদের মধ্যে হট্টগোল বাধে। এক পর্যায়ে ইলিয়াস আলী উপজেলা বিএনপির আহ্বায়ক মামুনুর রশিদ চাকসুকে সভাপতি ঘোষণা করে সম্মেলনস্থল ত্যাগ করেন। তাৎক্ষণিকভাবে সাইফুর অনুসারী ও সাবেক সাংসদ আবদুল কাহির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী ও যুবদলের কেন্দ্রীয় সহ-সম্পাদক মামুন রশিদ চেয়ারম্যান উপস্থিত কাউন্সিলরদের ভোটে বিজয়ী সাধারণ সম্পাদক হাজি এমএ মতিন ও সাংগঠনিক সম্পাদক পদে কাউন্সিলর শরিফুল হককে নির্বাচিত করে কমিটি ঘোষণা করেন। এ কমিটি গঠনের এক সপ্তাহের মধ্যে ইলিয়াস অনুসারীরা চ্যালেঞ্জ করে প্রবীণ বিএনপি নেতা এমএ লতিফকে সভাপতি ও অধ্যাপক হাবিব আহমদকে সাধারণ সম্পাদক করে পাল্টা আরেকটি কমিটি গঠন করেন। জেলা আহ্বায়ক ইলিয়াস আলী এ কমিটি অনুমোদন দেন। এরপর থেকে দুটি কমিটির ব্যানারে কানাইঘাটে বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ব্যাপারে উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি মামুনুর রশিদ বলেন, দলের বৃহত্তর স্বার্থে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। অন্যদিকে উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, 'বিএনপির মতো বড় দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে। তবে দলের অস্তিত্বের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ।'

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়