কানাইঘাট বড়দেশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন কানাইঘাট বড়দেশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন গতকাল শনিবার বিপুল উৎসাহ উদ্বীপনা মধ্য দিয়ে ও সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে অভিভাবক সদস্য পদে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলেও স্কুলের অভিভাবক সদস্যরা তাদের ভোটাধীকার প্রয়োগ করে মধ্যে ৪জন প্রার্থীকে বিজয়ী করেন। নির্বাচীত অভিভাবক সদস্যের মধ্যে আব্দুর মতিন চৌধুরী (ছাতা) প্রতীক নিয়ে ১৫১, হাজী আব্দুল মতিন (ঘড়ী) প্রতীক নিয়ে ১৩৪, আব্দুল হক (মাছ) প্রতীক নিয়ে ১২৭, মোহাম্মদ আলী মেম্বার (চেয়ার) প্রতীক নিয়ে ১১৮ ভোট পেয়ে নির্বাচীত হন। মোট ২৯৫জন অভিভাবক সদস্য ভোটারদের মধ্যে ২৪৪জন ভোট প্রদান করেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন।
|
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়