আগামী ১৮ জানুয়ারী অনুষ্ঠিত কানাইঘাট পৌরসভার প্রথম নির্বাচন উপল েব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে গতকাল মেয়র পদে ৭, সাধারণ কাউন্সিলর পদে ৪৫ ও সংরতি মহিলা কাউন্সিলর পদে ৯জন প্রাথর্ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো: মতিউল ইসলাম চৌধুরীর কার্যালয়ে তাঁদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে মেয়র ও কাউন্সিলর প্রাথর্ীদের সমর্থক ও উৎসুক জনতার ভিড়ে প্রশাসন চত্ত্বর সকাল থেকে লোকে লোকারন্য হয়ে ছিল। তবে প্রাথর্ীরা নির্বাচনী আচরণ বিধি মেনে ৫জন সমর্থক নিয়ে মেয়র ও কাউন্সিলর প্রাথর্ীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। জোট ও মহাজোট থেকে একক প্রাথর্ী কোন জোট একক ভাবে দিতে না পারায় আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত একাধিক প্রাথর্ী মনোনয়নপত্র দাখিল করলেও জামায়াত থেকে একক প্রাথর্ী মনোনয়নপত্র দাখিল করেছেন। পৌর মেয়র পদে যারা মনোয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন উপজেলা আ'লীগের সভাপতি লুৎফুর রহমান, উপজেলা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক এম।এ মতিন, জামায়াত নেতা মো: ওলিউল্লাহ বিএনপি নেতা হাজী আব্দুল মালিক, ও ব্যবসায়ী মো: তাজ উদ্দিন আ'লীগ নেতা চিত্রশিল্পী ভানু লাল দাস ও যুবলীগ নেতা সোহেল আমীন। তবে সোহেল আমীন কানাইঘাট নাগরিক পরিষদের ব্যানারে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। তাকে জাতীয় পার্টির একটি অংশ সমর্থন দিয়েছে বলেও তিনি জানান। মনোনয়নপত্র জমাদান শেষে মেয়র ও কাউন্সিলর প্রাথর্ীরা বিজয়ের আশাবাদ ব্যক্ত করে সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করে মন জয়ের চেষ্টা করেন এবং কানাইঘাট পৌরসভাকে একটি মডেল ও ১ম শ্রেণীর পৌরসভায় পরিণত করতে সততা ও নিষ্টার সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। মেয়র ও সংরতি মহিলা আসনে বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ২২ডিসেম্বর এবং সাধারণ কাউন্সিলর পদে বাছাই অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ২রা জানুয়ারী ২০১১ইং।
পৌরসভা নির্বাচন
কানাইঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭,কাউন্সিলর পদে ৪৫
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়