Saturday, December 18

বাল্য বিবাহ

কানাইঘাটে বাল্যবিবাহের অপরাধে বর
কনের পিতাকে জেল-জরিমানা



উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ অমান্য করে গোপনে বাল্য বিবাহ সম্পাদনের অপরাধে কানাইঘাটে বর ও কনের পিতাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং জনপ্রতি ৫শত টাকা করে জরিমানা করা হয়েছে। গত বুধবার(১৫ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মতিউল ইসলাম চৌধুরী তার কার্যালয়ে মোবাইল কোর্ট অধ্যাদেশের ২০০৯এর-৭(১) ধারা মতে ১৯২৯ এর- ৫ধারায় এ শাস্তি প্রদান করেন। জানা যায় উপজেলার লীপ্রসাদ পূর্ব ইউপির কেউটি হাওর পূর্ব গ্রামের সদ্য দেশে ফেরত দুবাই প্রবাসী ফরিদ উদ্দিন (৬০) এর পুত্র দুবাই প্রবাসী সোহেল আহমদ (২৬) এর সাথে একই গ্রামের পাশ্ববতর্ী হারিছ উদ্দিন (৫০)এর শিশুকন্যা স্থানীয় সুরতুননেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী রাহেনা বেগম (১৩) এর সাথে গত ২৪ নভেম্বর বিবাহের দিন ধার্য করা হয়। এ বাল্যবিবাহের খবর পেয়ে নির্বাহী কর্মকর্তা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসার আলী মন্ডল সরজমিনে উপস্থিত হয়ে বর ও কনের উভয় পকে এ বাল্য বিবাহ বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করেন। এরপরও নির্বাহী কর্মকর্তার নির্দেশ উপাে করে ২৪ নভেম্বর বর ও কনের অভিভাবকগণ দাওয়াত কার্ড ছাপিয়ে বিয়ের আয়োজন করলে ঐ দিন সকাল থেকে রাত পর্যন্ত এই বাল্যবিবাহ পন্ড করার জন্য মহিলা বিষয়ক কর্মকর্তা সহ অন্যান্যরা বর ও কনের বাড়িতে অবস্থান নেন। কিন্তু বর ও কনের পিতা-মাতা গোপনে বাড়ি ত্যাগ করে ঐ দিন সিলেট শহরে গিয়ে হলফনামায় মিথ্যা বয়স দেখিয়ে নোটারী পাবলিক সম্পাদন করে ২৫ নভেম্বর শহরের জনৈক কাজী আব্দুল খালিকের কাছে বাল্যবিবাহের নিকাহনামা রেজিষ্টারী করা হয় (কাজী মোবা: ০১৭১১৩২৮৮২৭)। উক্ত বিবাহের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মহিলা বিষয়ক কর্মকর্তা বর ও কনের পিতাকে গতকাল ১৫ ডিসেম্বর আদালতে উপস্থিত হয়ে কারন দর্শানোর নোটিশ প্রদান করেন। নোটিশ প্রাপ্ত হয়ে বর ও কনের পিতা যথাক্রমে ফরিদ উদ্দিন ও মেয়ের বাবা হারিছ উদ্দিন আদালতে উপস্থিত হলে শোনানি কার্য অনুষ্ঠিত হয়। শোনানি শেষে মেয়ের বয়স ১৩ বছর প্রমাণীত হওয়ায় বাল্যবিবাহ নিরুধ আইন ১৯২৯/৫ধারা আইনে উভয় পকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত এবং ৫শত টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ দিনের কারাদন্ডের আদেশ প্রদান করেন। রায়ের পর উভয় পকে কানাইঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আদেশে আরো বলা হয় মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত তার লেখাপড়া অব্যাহত রাখা এবং বিষয়টি পর্যবেনের জন্য মহিলা বিষয়ক কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়। বর্তমানে কনে তার পিত্রালয়ে অবস্থান করছে বলে জানা গেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়