Sunday, November 14

গাছবাড়ীতে ওপেন হাউজ ডে


কানাইঘাট গাছবাড়ীতে ওপেন হাউজ ডে অনুষ্টিত

দেলওয়ার হোসেন সেলিম:

কানাইঘাটের গাছবাড়ী বাজারে গত কাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় ওপেন হাউজ ডে অনুষ্টিত হয়। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শফিকুর রহমান খানের সাভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের সিনিয়র এস পি আলি আশরাফ। তিনি তার বক্তব্যে বলেন, গানের নামে গাজা, মদ জুয়া, গরু চুরি, ছিনতাই সহ সকল ধরনের অসামাজিক কার্যকলাপ কঠোরভাবে প্রতিরোধ করা হবে। এসব অপরাধের সাথে জড়িত কাউকে কোন ভাবেই ছাড় দেওয়া হবেনা। তিনি কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন,এ সকল অপকর্ম ও অপরাধে জড়িতদের হাতে নাতে পাওয়া গেলে এবং প্রতিরোধকালে কোন বাধা আসলে প্রয়োজনে গুলি করা হবে। দণি বাণীগ্রাম ইউ পি চেয়ারম্যান মাসুদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন কানাইঘাট থানার নবাগত ওসি (তদন্ত) রুহুল আমিন,এস আই জাফর, ঝিংগাবাড়ী ইউ পি চেয়ারম্যান সইফ উল্লাহ, কানাইঘাট প্রেসকাবের প্রতিষ্টাতা সহ সভাপতি দেলওয়ার হোসেন সেলিম, গাছবাড়ী সমাজ কল্যান যুব সমিতির সভাপতি আতাউর রাহমান আক্তার, গাছবাড়ী উত্তর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব কুতুব উদ্দিন, সেক্রেটারি ডাক্তার নুরুজ্জামান, গাছবাড়ী দনি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মৌলা, মুরব্বী মরতুজা আলি, যুব নেতা নাজিম উদ্দিন প্রমুখ। উক্ত অনুষ্টানে এলাকার সর্বস্তরের লোকজন অংশ নেন এবং খোলামেলা ভাবে আলোচনা করেন। বিকেল সাড়ে ৪ টা থেকে রাত ৭ টা পর্যন্ত অনুষ্টিত এ অনুষ্টানে স্থানী জনসাধারন এলাকার বিরাজমান পরিস্তিতি ও সামপ্রতিক কালে সংঘটিত অপরাধ সমূহ সিলেটের সিনিয়র এস পি আলি আশরাফ এর কাছে তুলে ধরেন। এছাড়া জনবহুল ও গুরুত্বপূর্ণ গাছবাড়ী এলাকায় পুলিশি টহল আরো জোরদার করা সহ আইন শৃংখলা পরিস্তিতির উন্নতির ল েপ্রয়োজনীয় আশুপদপে নেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়