কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী আল ফাতাহ সমাজ কল্যাণ পরিযদের উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্টান, স্মারক প্রকাশনা ও ইফতার মাহফিল গত শনিবার বিকেল ৫ টায় অনুষ্টিত হয়। স্থানীয় জে. কে. জালালীয়া ইবতেদায়ী মাদ্রাসা মিলনায়তনে এতে সভাপতিত্ব করেন পরিযদের সভাপতি এবাদুর রহমান চৌধুরী।সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরীর পাবেলের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিংগাবাড়ী উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্কক আ,ফ,ম,ওহিদ উদ্দিন । বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত প্রধান শিক মুহিবুর রাহমান চৌধুরী, প্রবীন শিাবীদ গোলাম কিবরিয়া, কানাইঘাট প্রেসকাবের প্রতিষ্টাতা সহসভাপতি দেলওয়ার হোসেন সেলিম, সেলফ ড্রিম প্রাঃ লিঃ এর চেয়ারম্যান আব্দুল হালিম, ঝিংগাবাড়ী উচ্ছ বিদ্যালয়ের সহ শিক নজরুল ইসলাম, দুবাই প্রবাসী ফরিদ উদ্দিন চৌধুরী আক্তার, এ. আর. এইচ. আদর্শ কিন্ডার গার্টেনের প্রাধান শিক মাহবুবুর রহমান, ঝিংগাবাড়ী সমাজ কল্যান সমিতির প্রাক্তন সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী দুলাল। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মুজম্মীল আলি চৌধূরী ধলাই, এম সি কলেজের মেধাবী ছাত্র নজরুল ইসলাম প্রমূখ। ক্বারী শাহিদুর রহামানের শুললিত কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি ও স্রোতধারা সম্পাদনা কমিটির আহবায়ক ইকবাল আহমদ চৌধুরী। দেশাত্ববোধক সংগিত পরিবেশন করেন মুস্তাফিজুর রহমান চৌধুরী নাইম। উক্ত অনুষ্টানে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আল ফাতাহ সমাজ কল্যান পরিষদের ১০ বছর পূর্তি উপল েপ্রথম বারের মত স্রোতধারা নামে একটি স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন করেন অতিথিবৃন্দ। এছাড়া, এবার ৪র্থ ও ৫ম শ্রেণীর স্তানীয় শিাথর্ীদের প্রতিযোগীতা মূলক পরীার মাধ্যমে মোট ৮ জন মেধাবী শিাথর্ীদের বৃত্তি হিসেবে নগদ টাকা ও ক্রেস্ট প্রাদান করা হয়।
কানাইঘাটে ঝিংগাবাড়ীতে বৃত্তি প্রদান
ডেস্ক রিপোর্ট:
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়