মাহবুবুর রশিদ:
কানাইঘাটে একটি গাভীর মাংসের টুকরোর এক পাশে আল্লাহ এবং অপর পাশে নবীর নামের মত আরবিতে লেখা পাওয়া গেছে। জানা যায় গত শুক্রবার কানাইঘাট উপজেলার বীরদল আগফৌদ গ্রামের মখলিছুর রহমানের বাড়ীতে তার পিতা মরহুম আব্দুল হকের ইছালে সওয়াব উপলে শিরনীর জন্য তাদের ঘরের একটি গাভী জবাই করা হয়েছিল। যথারীতি গাভীর মাংশ কেটে বাবুর্চী তরকারী রান্না করে খাওয়া দাওয়া পরিবেশনের সময় মখলিছুর রহমানের পাতে এই মাংশ টুকরা পড়লে তিনি লক্ষ করে দেখেন যে,মাংশ টুকরার উভয় পিঠে আরবি লেখার মত এক পাশে আল্লাহ ও অপর পাশে নবীর নামের মত দেখে উপস্থিত সকলকে দেখান । মাংশের টুকরোটি একনজর দেখার জন্য উসুক জনতা মখলিছুর রহমানের বাড়িতে ভীড় জমান।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়