Thursday, July 29

কানাইঘাট পৌরসভার বাজেট পেশ


নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট পৌরসভার চলতি ২০১০-১১ অর্থ বছরের ১ কোটি ২ লক্ষ ৩৫ হাজার টাকার বাজেট ঘোষনা করা হয়েছে ।গত সোমবার সকাল ১১ টায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউল ইসলাম তার কার্যালয়ে পৌরসভার কাউন্সিলর ও স্হানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্হিতিতে পৌরসভার এ বাজেট ঘোষনা করা হয় ।২০১০-১১ অর্থ বছরে রাস্তাঘাট সহ পৌরসভার সামগ্রিক উন্নয়নের জন্য ৯৮ লক্ষ ৫০হাজার টাকা ব্যয় এবং ৩ লক্ষ ৮৫ হাজার টাকা উদ্বৃত তহবিল রাখা হয়েছে ।বাজেটে আয়ের খাতগুলোর মধ্যে রয়েছে সরকারী অনুদান এডিপি থেকে ৪০ লক্ষ এবং সরকারী বিশেষ মন্জুরী বাবত্ ২০ লক্ষ টাকা এবং পৌরসভার বিভিন্ন উত্স থেকে ২৯ লক্ষ ৮৫ হাজার টাকা।বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক স্হানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন,সীমিত এ বাজেটে পৌরবাসীর নাগরিক বিভিন্ন সুযোগ সুবিধা ছাড়াও শিক্ষা,খেলাধূলা,বৃত্তি প্রদান সহ সাংস্কৃতিক কর্মকান্ড বিস্তারে পর্যাপ্ত পরিমান অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়