নিজস্ব প্রতিবেদক:
সিলেটের কানাইঘাট পৌর শহরে দিন-দুপুরে একের পর এক দুর্ধর্ষ চুরির ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। মাত্র দুই দিনের ব্যবধানে পৌর শহরের তিনটি বাসাবাড়িতে সংঘটিত চুরির ঘটনায় স্বর্ণালংকার, নগদ টাকা ও দামী জিনিসপত্রসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল খোয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল আনুমানিক আড়াইটার দিকে পৌর শহরের রায়গড় গ্রামের সৌদি আরব প্রবাসী মাহবুবুল আলমের বাড়িতে চুরি সংঘটিত হয়। চোরেরা বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে দরজা ভেঙে রুমের আলমারি তছনছ করে প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৮৫ হাজার টাকা নিয়ে যায়। ঘটনার সময় পরিবারের সবাই একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার(২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পৌর শহরের আল-রিয়াদ রোডের আনাস মঞ্জিলে বসবাসরত ভাড়াটিয়া ব্যবসায়ী মাতাব উদ্দিনের বাসায় চুরি হয়। চোরেরা দরজার ছিটকিনি ও তালা ভেঙে ঘরে ঢুকে ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৮০ হাজার টাকা ও একটি দামী মোবাইল ফোন নিয়ে যায়। ভুক্তভোগীর স্ত্রী জানান, তিনি বাসায় তালা লাগিয়ে বাজারে কেনাকাটা করতে গেলে এই সুযোগে চুরি সংঘটিত হয়।
একই দিন বিকেল আড়াইটার দিকে পৌর শহরের রায়গড় গ্রামের ঠিকাদার শ্যামল কুমার দাসের বাড়িতেও চুরির ঘটনা ঘটে। চোরেরা ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুটি আলমারির ড্রয়ার ভেঙে সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৪৪ হাজার টাকা নিয়ে যায়। ঘটনার সময় বাড়ির সবাই পাশের একটি ধর্মীয় অনুষ্ঠানে ছিলেন।
এ ঘটনায় থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো চোরকে আটক করতে পারেনি পুলিশ। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি কানাইঘাটের বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। কয়েকদিন আগে কানাইঘাট বাজারের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনাও ঘটে।
অনেকে মনে করছেন, এলাকায় ইয়াবার বিস্তার বৃদ্ধির কারণে তরুণ ও যুবকদের একটি অংশ নেশার টাকা জোগাড় করতে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান টার্গেট করে চুরিতে জড়িয়ে পড়ছে। আবার কারও ধারণা, এসব ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ চোরচক্র সক্রিয় রয়েছে, যারা তালাবদ্ধ বাড়ি শনাক্ত করে পরিকল্পিতভাবে দুর্ধর্ষ চুরি চালাচ্ছে।
এলাকাবাসী দ্রুত এসব অপরাধীর পরিচয় শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। তবে থানা পুলিশ জানিয়েছে, চুরির ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়