Sunday, December 28

কানাইঘাটে থানা পুলিশের অভিযানে আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনসহ তিন নেতা গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক ::

সন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে কানাইঘাট উপজেলায় অভিযান জোরদার করেছে থানা পুলিশ। এর অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

টানা অভিযানের কারণে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বাড়ি-ঘর ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গত কয়েকদিনের অভিযানে একাধিক নেতাকর্মীকে গ্রেফতার করার পর রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুনকে গ্রেফতার করেছে পুলিশ। পৌরসভার ধনপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এছাড়া শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে পৌরশহরের হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে উপজেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক আশরাফ চৌধুরীকে গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে পৌরসভার মহেষপুর গ্রাম থেকে পৌর কৃষক লীগের সভাপতি জুবের আহমদকে আটক করে পুলিশ।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়