নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানের অংশ হিসেবে সিলেটের কানাইঘাটে থানা পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। গত তিন দিনে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশি অভিযান জোরদার হওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন। থানা পুলিশ সূত্র জানায়, নিয়মিতভাবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় পুলিশের একটি দল দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নয়াগ্রাম এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি রাওয়ান আহমদ (২৬) কে গ্রেফতার করে। তিনি কানাইঘাট সদর ইউনিয়নের চট্রিগ্রাম এলাকার মাসুক আহমদের পুত্র। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এছাড়া বুধবার রাত আনুমানিক ৮টার দিকে পৌরসভার রায়গড় গ্রামের মৃত ইব্রাহিম আলীর পুত্র উপজেলা আওয়ামী লীগের সদস্য ইকবাল আহমদকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি একটি রাজনৈতিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
এর আগে পুলিশের আরেকটি অভিযানে উপজেলার সড়কের বাজার এলাকা থেকে যুবলীগ নেতা জাকির আহমদকে গ্রেফতার করা হয়।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিয়মিত মামলার আসামি ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে দেশব্যাপী ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানও চলমান রয়েছে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়