নিজস্ব প্রতিবেদক:
ভালো কাজের জন্য মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বদলি জনিত কারণে বিদায় নিলেন সিলেটের কানাইঘাট উপজেলার নিবার্হী কর্মকর্তা ফারজানা নাসরীন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কর্মস্থলের শেষ দিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সহ সর্বস্থরের লোকজন, বিদায় বেলায় নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীনের কার্যালয়ে গিয়ে দেখা করেন।
এসময় সবাই কানাইঘাট উপজেলায় কর্মরত থাকাকালীন সময়ে নিরপক্ষভাবে দায়িত্ব পালন এবং অত্যন্ত নিষ্ঠার সাথে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন এবং নির্বাহী কর্মকর্তার কার্যালয় সেবা প্রাপ্তিদের জন্য সব সময় উন্মূক্ত রাখা সহ সর্বশ্রেণির মানুষের জন্য সার্বক্ষণিক কাজ করায় বিদায়ী নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীনের চাকরি জীবনের সমৃদ্ধি কামনা করেন।
বিদায় বেলায় কানাইঘাট প্রেসক্লাব,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা থাকে সংর্বধনা প্রদান এবং সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী দিয়ে ভূষিত করেন।
সংবর্ধনার জবাবে বিদায়ী নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন বলেন, কানাইঘাট উপজেলায় দেড় বছর কর্মরত থাকাকালীন সময় এখানকার মানুষের জন্য নিরপক্ষভাবে সাধ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি। এক্ষেত্রে প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ কানাইঘাটের সবাই আমাকে সকল কাজে সহযোগীতা করেছেন, কতটুকু করতে পেরেছি তা আপনারা মূল্যায়ন করবেন। বিদায় বেলায় কানাইঘাটের মানুষের প্রতি শুভকামনা করছি, যেনো আপনারা সবাই ভালো থাকেন।
উল্লেখ্য, সম্প্রতি সরকারের এক আদেশে বিদায়ী নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীনকে কানাইঘাট থেকে সরকারের প্লানিং কমিশন ঢাকায় বদলি করা হয়। নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে গত ১২ জানুয়ারি এক আদেশে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত সিনিয়র সহকারী ভূমি তানিয়া আক্তারকে কানাইঘাটের ইউএনও হিসাবে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিদায়ী নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।
বিদায়ী নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন দায়িত্ব কালীন সময়ে সততা ও নিষ্ঠার সাথে জনগণের কল্যাণে সার্বক্ষণিক সময়ে প্রসাশনিক কাজ করে মানুষের মন জয়লাভ করে নেন। বিগত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউএনও এর দায়িত্ব পালনের পাশাপাশি সরকারের আদেশে উপজেলা পরিষদের প্রসাশক এবং কানাইঘাট পৌরসভার প্রসাশকের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেন তিনি। বিশেষ করে পৌর প্রসাশকের দায়িত্ব পাওয়ার পর পৌরসভার উন্নয়ন মূলক কার্যক্রম তরান্বিত সহ বছরের পর বছর ধরে প্রভাবশালীদের দখলে থাকা কানাইঘাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখল মুক্ত করেন বিদায়ী নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন।
এছাড়াও পৌর শহরের সৌন্দর্য বর্ধনের জন্য বাজারের গলিপথ, ফুটপাত দখল মুক্ত,যানজট নিরসনের পদক্ষেপ গ্রহণ করা সহ ফুটপাতে বসা কয়েকশ ক্ষুদ্র ব্যবসায়ীদের স্থায়ী পুনর্বাসনের জন্য মাছ বাজারে পূর্বপাশে উচ্ছেদকৃত ভূমিতে পৌরসভার উদ্যোগে সেড নির্মাণ করে দেওয়ায় সর্বমহলের কাছে প্রসংশিত হন বিদায়ী নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়