Tuesday, October 1

আজ থেকে সুপারশপে পলিথিন ব্যাগ বন্ধ


কানাইঘাট নিউজ ডেস্ক: 

সুপারশপে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে আজ ১ অক্টেবর থেকে অভিযান শুরু হচ্ছে। এছাড়া আগামী ১ নভেম্বর থেকে সারাদেশে অভিযান পরিচালনা করা হবে। 

নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধের কার্যক্রম কঠোরভাবে বাস্তবায়নে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্লাস্টিকদূষণ নিয়ন্ত্রণকল্পে দোকান মালিক সমিতি এবং প্লাস্টিক পণ্য ব্যবসায়ীদের সঙ্গে সম্প্রতি এক সভায় এ সিদ্ধান্তের কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

পরিবেশ উপদেষ্টা বলেন, কাঁচাবাজারসহ দেশের সব ধরনের বাজার কর্তৃপক্ষ ১ অক্টোবর থেকে নিজ উদ্যোগে অবৈধ পলিথিন শপিং ব্যাগ বর্জন করবে। এ কাজে পরিবেশ অধিদফতর সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করবে। সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ব্যবসায়ীদের সঙ্গে সভায় সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশের সুরক্ষা ও টেকসই উন্নয়নের জন্য প্লাস্টিক ব্যবহারের বিকল্প খুঁজে বের করার ওপর জোর দেন। উপস্থিত ব্যবসায়ী ও দোকান মালিকেরা সরকারের সিদ্ধান্তের প্রতি একমত পোষণ করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়