নিজস্ব প্রতিবেদক :
সিলেটের কানাইঘাট থানা পুলিশের রাতভর অভিযানে অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও আলহাজ্ব আহমদ (২৪) নামের অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ অক্টোবর) সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকা থেকে অপহৃত কলেজছাত্রী ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আলহাজ্ব আহমদ (২৪) উপজেলার লামাপাড়া গ্রামের মৃত সিরাজ আলী আহমদের ছেলে। ভিকটিম মালিক নাহার মেমোরিয়াল একডেমির একাদশ শ্রেণির ছাত্রী।
অপহৃত কলেজছাত্রীর মা বাদী হয়ে আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়- গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে কানাইঘাট থানায় দায়েরকৃত মামলার (মামলা নং-২২(১০)২৩) তদন্তকারী কর্মকর্তা এসআই সনজিত কুমার রায়’র নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল সিলেটের গোলাপগঞ্জ এলাকা থেকে ভিকটিম উদ্ধার ও আসামীকে গ্রেপ্তার করা হয়।
রোববার (২২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহম্মদ। তিনি জানান- গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়