নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা মোঃ কামরুল ইসলামের উচ্চ শিক্ষার্থে প্রবাস যাত্রা উপলক্ষে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের উদ্যোগে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার(২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কানাইঘাট পাবলিক হাই স্কুল মিলনায়তনে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
ছাত্রলীগ নেতা রুবেল আহমদ সাগরের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা হারিছ উদ্দিনের পরিচালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কানাইঘাট সদর ইউপির চেয়ারম্যান প্রভাষক আফসর উদ্দিন আহমেদ চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন।
বক্তব্য দেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শরীফ উদ্দিন, মাস্টার মিলন কান্তি দাস, সাবেক ছাত্রনেতা এডভোকেট আবু সিদ্দিক, এডভোকেট আলা উদ্দিন, প্রধান শিক্ষক মোঃ ইয়াহহিয়া, সাবেক ছাত্রলীগনেতা যুক্তরাজ্য প্রবাসী রুহুল আমিন, সাবেক ছাত্রনেতা যুক্তরাষ্ট্র এম মস্তাক আহমদ, মাস্টার আজির উদ্দিন, মাস্টার বাবুল হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক হারিছ উদ্দিন, শ্রমিকলীগ নেতা মোঃ আলমগীর হোসেন, সংবর্ধিত বিদায়ী ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা তপন দাস, রেজাউল করিম, জিবান আহমদ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে সংবর্ধিত ছাত্রলীগ নেতা কামরুল ইসলামকে ছাত্রলীগের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়