Tuesday, September 13

কানাইঘাটে সামাজিক সম্প্রীতি কমিটির সভা


নিজস্ব প্রতিবেদক::

কানাইঘাট উপজেলা সামাজিক-সম্প্রীতি কমিটির এক সভা আজ মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য দেন কানাইঘাট থানার ওসি (তদন্ত) দিলীপ কান্তনাথ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএইচও ডাঃ সুবল বর্মন, উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জেমসলিও ফারগুশন নানকা, সাবেক শিক্ষক মাস্টার সলিল চন্দ্র দাস, কানাইঘাট কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম মাওলানা সাদিকুর রহমান সহ উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির নেতৃবৃন্দ। 

সভায় নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব সহ আচার অনুষ্ঠান সম্প্রীতির মাধ্যমে যোগাযোগ ধরে পালন করে আসছেন। আমাদের সবাইকে সমাজে শান্তি সম্প্রীতি বজায় রাখতে এক সাথে কাজ করে যেতে হবে। 

আগামী ১৭ সেপ্টেম্বর শনিবার বিকেল ২টায় উপজেলা প্রশাসন চত্ত্বরে শান্তি সম্প্রীতি সমাবেশে জাতি ধর্ম নির্বিশেষে অংশ গ্রহণ করে সম্প্রীতির বন্ধনকে আরো এগিয়ে নিতে সবার প্রতি আহবান জানান নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি। শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়