Saturday, July 9

সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর জমির


কানাইঘাট নিউজ ডেস্ক:

সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন  কানাইঘাট পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জমির উদ্দিন কামরান।  ওয়ার্ডবাসী ও সর্বস্তরের জনগণকে তিনি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায়  জমির উদ্দিন কামরান বলেন, “লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ সহ মনের পশুকে পরাজিত করার বাণী নিয়ে আবারও এসেছে ঈদুল আযহার ঈদ। কুরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতায় আমাদের হৃদয়কে প্রসারিত করে। কুরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। 

জমির উদ্দিন কামরান বলেন, ভয়াবহ বন্যায় সিলেটসহ কানাইঘাটের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার কারণে আমরা এক সংকটময় সময় পার করছি।   ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নিজ নিজ অবস্থান থেকে সাধ্য অনুযায়ী আশেপাশের অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য তিনি আহবান জানান।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়