Sunday, July 31

নতুন নেতৃত্ব পেল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ


কানাইঘাট নিউজ ডেস্ক:

কমিটি বিলুপ্তির প্রায় এক বছর পর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে ১ বছর মেয়াদী ২০ সদস্যের আংশিক এ কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

কমিটিতে সভাপতি পদে আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক পদে এমদাদুল হোসেনকে মনোনীত করা হয়েছে।

আংশিক এ কমিটিতে সহ-সভাপতি পদে শরীফ হোসেন, বিশ্বজিৎ দাশগুপ্ত, এ কে এম কামরুজ্জামান পিন্টু, মহতাসিম বিল্লাহ সাজিদ, সাব্বির মোল্লা, ফকরুল ইসলাম তুষার ও রিয়াজুল ইসলাম রিয়াদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া প্রান্ত ইসলাম, তফিকুর রহমান সাম্য, সরোয়ার জাহান শিশির ও জুনায়েদ আহমেদ যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে।

সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে ছয়জনকে। তারা হলেন- খন্দকার মো. সাঈদ হৃদয়, আরমান হোসেন, মোশারফ হোসেন, আকাশ ভুঁইয়া, আব্দুল্লাহ আল মিজান ও আব্দুল্লাহ আল বাকি রাফাত।

এর আগে ২০১২ সালের ৬ ডিসেম্বর শামীম মোল্লাকে সভাপতি ও ঋত্বিক দেবকে সাধারণ সম্পাদক করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল। এ কমিটির নেতারা প্রায় ৯ বছর দায়িত্ব পালন করলে গত বছরের ২০ নভেম্বর মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়। কমিটি বিলুপ্তির প্রায় ১ বছর পর নতুন নেতৃত্ব পেয়েছে ক্ষমতাসীন দলের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের সিকৃবি শাখা।

 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়