Wednesday, December 30

‘গণতন্ত্রের বিজয় দিবসে’ কানাইঘাট উপজেলা যুবলীগের আনন্দ মিছিল


 নিজস্ব প্রতিবেদক :

কানাইঘাটে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়ের ২য় বর্ষপূর্তির দিনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কানাইঘাট উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকাল ২টায় এ আনন্দ মিছিল কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হয়ে কানাইঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পথসভায় মিলিত হয়। উক্ত পথ সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী। গণতন্ত্রকে লালন করেই আওয়ামী লীগ জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। এ জন্য ৩০ ডিসেম্বর আওয়ামীমলীগ গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করে। বক্তারা আরও বলেন, বিএনপি জনসমর্থন হারিয়ে দিশেহারা হয়ে গেছে। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ যখন ধারাবাহিক অগ্রগতির মধ্য দিয়ে অভিষ্ঠ লক্ষ্যে এগিয়ে চলেছে, তখনই বিএনপির নেতৃত্বে একাত্তরের পরাজিত অপশক্তি বাংলাদেশের অগ্রযাত্রা ও গণতান্ত্রিক অভিযাত্রাকে ব্যাহত করার নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম মাহবুবুল আম্বিয়ার পরিচালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি ফখরুদ্দিন শামীম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হেকিম শামীম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা রাসেল। পৌর যুবলীগের আহ্বায়ক জামাল উদ্দিন সেলিম, যুবলীগ নেতা শফিউল আলম শামীম, আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সদস্য কয়েছ আহমদ, রমিজ উদ্দিন মেম্বার, এবাদুর রহমান মুজাই, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি নোমান আহমদ নোমান, কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেজওয়ান এইচ মিনু। উপস্থিত ছিলেন যুবলীগ নেতা, নজরুল ইসলাম বেলাল, দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন, আব্দুস সাত্তার, নাসির উদ্দিন, নজরুল ইসলাম রাজু, জাহাঙ্গীর আলম রানা, রুবেল আহমদ সাগর, কাওসার আল কয়েছ, সুফিয়ান আহমদ, ফখরুল ইসলাম, ইমরান আহমদ, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির যুবলীগের সভাপতি আজির উদ্দিন, যুবলীগ নেতা ফয়সল আহমদ, নাজির উদ্দিন, ফয়েজ আহমদ, আব্দুর রহমান, মামুন রশিদ, জহির উদ্দিন, কামরুল ইসলাম, কিবরিয়া আহমদ প্রমুখ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়