Tuesday, August 11

কানাইঘাটে একসঙ্গে তিন সন্তান জন্ম দিলেন এক মা

নিজস্ব প্রতিবেদক:  কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারী একসাথে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। তারমধ্যে এক নবজাতক মৃত অবস্থায় জন্ম হয়।

জানা গেছে, প্রসব ব্যাথা নিয়ে মঙ্গলবার সকাল ১০টায় দিকে উপজেলার সোনাতুলাকান্দি গ্রামের কামাল উদ্দিনের স্ত্রী জেসমিন বেগম (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি হন। পরবর্তীতে হাসপাতালের চিকিৎসক ডা. শেখ শরফুদ্দিন নাহিদ, ডা. উম্মে কুলসুমার নেতৃত্বে একটি মেডিকেল টিম স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে ওই নারী তিন কন্যা সন্তানের জন্ম দেন। তারমধ্যে এক নবজাতকের মৃত অবস্থায় জন্ম হয়।

প্রসূতি মা জেসমিন বেগম সম্পূর্ণ সুস্থ থাকলেও জীবিত দুই নবজাতকের ওজন কম থাকায় তাদের সিলেট ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে রেফার করা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. শরফ উদ্দিন নাহিদ বলেন, হাসপাতালে যখনই কোন গর্ভবতী মা প্রসব ব্যাথা নিয়ে আসেন তাদের সব ধরনের চিকিৎসা প্রদানের ব্যবস্থা আমরা করে থাকি। যাতে করে স্বাভাবিকভাবে সন্তানের জন্ম হয়। জেসমিন বেগম প্রসব ব্যাথা নিয়ে আসার পর তার চিকিৎসা সেবা আমরা তাৎক্ষনিক প্রদান করি এবং তিনি তিন নবজাতক কন্যা সন্তানের জন্ম দেন।

কানাইঘাট নিউজ ডটকম/১১ অগাস্ট ২০২০    

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়