Saturday, May 9

কানাইঘাটে অসহায়দের নগদ অর্থ উপহার দিল নবাব চৌধুরী এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট


নিজস্ব প্রতিবেদক  :
কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নে নবাব চৌধুরী এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট'র উদ্যোগে গরীব ও অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল১১টায় স্থানীয় বীরদল গ্রীনবার্ড কিন্ডার গার্টেনের হলরুমে এলাকার খেটে খাওয়া,অসহায় ৪০ টি পরিবারের হাতে নগদ ২৫০০ টাকা করে তুলে দেওয়া হয়।


এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবী, বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিএডভোকেট নজরুল ইসলাম, সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়্র সিনিয়র শিক্ষক শওকত হোসেন চৌ:, প্রধান শিক্ষক শামসুল আলম, শিক্ষানুরাগী শামসুল আলম, মাষ্টার সামসুদ্দীন, মোহাম্মদ শাহজাহান আহমদ চৌ: আশরাফঊজ্জামান চৌ: প্রমুখ।

উপস্থিত সকলেই নবাব চৌধুরী এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী ব্যাংকার আহমেদ ইকবাল চৌধুরী'র ভূয়সী প্রশংসা করে বলেন,প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছরের ন্যায় এবারও এ-ট্রাস্ট পবিত্র রমজানে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

কানাইঘাট নিউজ ডটকম/০৯ মে ২০২০   


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়