Sunday, May 10

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়াল

কানাইঘাট নিউজ ডেস্ক:
করোনা ভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশ সময় রোববার ভোর পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮০ হাজার ২৮ জন। এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৪৬ হাজার ৭৭১ জন। তার মধ্যে চিকিৎসাধীন রয়েছে ১০ লাখ ২৯ হাজার ৭২১ জন। সেরে উঠেছে ২ লাখ ৩৭ হাজার ২২ জন।
যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ মৃতের সংখ্যা যুক্তরাজ্যে, ৩১ হাজার ৫৮৭। ইতালিতে মারা গেছে তৃতীয় সর্বোচ্চ ৩০ হাজার ৩৯৫ জন। স্পেনে ২৬ হাজার ৪৭৮ ও ফ্রান্সে ২৬ হাজার ৩১০ জন প্রাণ হারিয়েছে এই ভাইরাসে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যেই মারা গেছে ২৬ হাজার ৭৭১ জন। আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৪০৯ জন। নিউ জার্সিতে মারা গেছে ৯ হাজার ১১৮ জন। ম্যাসাচুসেটসে প্রাণ হারিয়েছে ৪ হাজার ৮৪০ জন। মিশিগানে ৪ হাজার ৫২৬ জন, পেনসালভানিয়ায় ৩ হাজার ৭৯৮ ও ইলিনয়িসে ৩ হাজার ৩৪৯ জন মারা গেছে।
বিশ্বের ২১২টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চলের ৪০ লাখ ৯৭ হাজার ৯৫৬ জন আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। মারা গেছে ২ লাখ ৮০ হাজার ২১৯ জন। সেরে উঠেছে ১৪ লাখ ২৫ হাজার ২৯৯ জন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়