নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত দুই দিনে করোনা সন্দেহে আরো ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে আজ রোববার ১ দিনে সর্বোচ্চ ৯ জনের নমুনা সংগ্রহ করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. শেখ শরফুদ্দিন নাহিদ জানিয়েছেন, ‘করোনা সংক্রমণের পর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত আমরা ৪৭ জনের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটেপাঠিয়েছি। তার মধ্যে ১৫ জনের রিপোর্ট আমরা পেয়েছি তাতে প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ। অন্যদের এখন পর্যন্ত রিপোর্ট আসেনি। এছাড়া মোট ২৯জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের সার্বিক চিকিৎসাসহ তদারকি করে যাচ্ছি।’
তিনি বলেন, শনিবার ৩ জনের নমুনা সংগ্রহ করা হয় এবং আজ রোববার ৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
জানা গেছে, করোনা সন্দেহে নমুনা সংগ্রহকারীদের মধ্যে ঢাকা, গাজীপুর, বরিশাল, মৌলভীবাজার ও হবিগঞ্জ ফেরত বেশ কয়েকজন রয়েছেন।
কানাইঘাট নিউজ ডটকম/ ০৩ মে ২০২০
খবর বিভাগঃ
coronavirus
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়