Monday, May 11

বাজারে এলো নতুন ভেসপা স্কুটার

কানাইঘাট নিউজ ডেস্ক:
সিএস৬ ইঞ্জিনে এলো ভেসপা ইলিগ্যান্ট ১৪৯। ভেসপার মূল প্রতিষ্ঠান পিয়াজিও এই ভার্সনটি ভারতের বাজারে অবমুক্ত করেছে।
এই স্কুটারে রয়েছে ১৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ১০.৩ বিএইচপি শক্তি ও ১০.৬ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। তবে নতুন স্কুটারের দাম প্রকাশ করেনি পিয়াজিও। যদিও ডিজাইনে আগের থেকে খুব বেশি পরিবর্তন হয়নি।
রেট্রো লুকের এই স্কুটার থাকছে একটি উইন্ডস্ক্রিন। সঙ্গে থাকছে একটি অ্যানালগ-ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল। পিছনে থাকছে একটি মাত্র শক অ্যাবসর্ভার। স্কুটারটির সামনে ২০০ মিমি ডিস্ক ব্রেক ও পিছনে ১৪০ মিমি ড্রাম ব্রেক থাকছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়