Saturday, April 18

মারা গেলেন করোনা সন্দেহে সিলেটে পাঠানো সেই ব্যক্তি

কানাইঘাট নিউজ ডেস্ক:   
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার সকাল ৭টায় হাসপাতালের করোনা ইউনিটে মারা যাওয়া  ব্যক্তির বাড়ী কানাইঘাট পৌরসভার বায়ুমপুর গ্রামে।

শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মারা যাওয়া ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তার নমুনাও সংগ্রহ করেছিল। সেই পরীক্ষার ফলাফল জানা যাবে আগামীকাল রবিবার। এরপর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না।

জানা গেছে, একটি এ্যাম্বুলেন্সে করে লাশ পাঠিয়ে দেয়া হচ্ছে কানাইঘাটে। সেখানে উপজেলা প্রশাসন  আইইডিসিআরের নিয়মানুযায়ী দাফনের ব্যবস্থা করবে।

সুত্র : সিলেট ভিউ  

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়