Wednesday, January 8

কানাইঘাটে ১কোটি টাকা ব্যয়ে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর

নিজস্ব প্রতিবেদক:  
কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি সহ কৃষকদের সব ধরনের সহায়তা প্রদানের লক্ষ্যে কানাইঘাট প্রশাসন চত্বরে প্রায় এক কোটি টাকা ব্যয়ে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের দ্বিতল ভবন নির্মিত হতে যাচ্ছে। 

জানা যায়, উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ ৩য় পর্যায়ের প্রকল্পের আওতায় গণপূর্ত মন্ত্রণালয়ের অর্থায়নে এর কৃষি প্রশিক্ষণ কেন্দ্র নির্মিত হচ্ছে।
গতকাল মঙ্গলবার এ ভবনের শুভ ভিত্তি প্রস্থর করা হয় এবং ভবনের কাজ এগিয়ে চলছে। ভবনের ভিত্তি প্রস্তর কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমদ সরকার, গণপূর্ত সিলেট কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী শান্তনু চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুন নূর, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক মুমিন রশিদ সহ আরো অনেকে। 

উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমদ সরকার জানান সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা সহ সব ধরনের কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। সেই লক্ষ্যে কৃষি প্রধান উপজেলা কানাইঘাটে কৃষি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের মাধ্যমে এখানকার কৃষক সমাজ আরো বেশি উপকৃত হবেন। পাশাপাশি কৃষি অফিসের কার্যক্রম আরো গতিশীল হবে। আমরা কৃষকদের প্রযুক্তিগত সব ধরনের প্রশিক্ষণ দিতে সক্ষম হব।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়