Friday, November 1

ট্রাম্পের অভিশংসন তদন্ত নিয়ে হাউজে প্রস্তাব পাস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত নিয়ে আনুষ্ঠানিকভাবে এগোতে একটি প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ‘হাউজ অব রিপ্রেন্টেটিভস’।

রিপাবলিকান সদস্যরা এ প্রস্তাবের বিরোধিতা করলেও বিরোধী ডেমোক্র্যাট নিয়ন্ত্রীত হাউজে বৃহস্পতিবার প্রস্তাবটি ২৩২-১৯৬ ভোটে পাস হয়ে যায়। এর ফলে প্রকাশ্যে শুনানি অনুষ্ঠান এবং তদন্তের পরবর্তী ধাপে যাওয়ার পট প্রস্তুত হল।
দু’জন ডেমোক্র্যাট সদস্য প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন। কোনো রিপাবলিকান সদস্যই প্রস্তাবটি সমর্থন করেননি এবং গতবছর রিপাবলিকান পার্টি ছেড়ে যাওয়া একজন স্বতন্ত্র সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।
প্রতিনিধি পরিষদ কিভাবে অভিশংসন তদন্ত পরবর্তী ধাপে এগিয়ে নেবে প্রস্তাবনাটি ছিল সে বিষয়ে। প্রেসিডেন্টকে অভিশংসন করা হবে কিনা সেটি নিয়ে নয়। ট্রাম্পের আইনজীবী কি কি অধিকার পাবেন তাও এ প্রস্তাবনায় বলা হয়েছে।
ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে এ ভোটই ছিল ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের পক্ষে সমর্থনের প্রথম আনুষ্ঠানিক পরীক্ষা। হোয়াইট হাউজ এ ভোটাভুটির নিন্দা করেছে।
আগামী বছর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম প্রেসিডেন্ট পদপ্রার্থী ডেমোক্র্যাট নেতা জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কিকে ট্রাম্প চাপ দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।
এক তথ্যফাঁসকারীর মাধ্যমে সে বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরু করেন ডেমোক্র্যাটরা। তাদের অভিযোগ, ২০২০ সালের নির্বাচনে জিততেই বিদেশি শক্তিকে অনৈতিক ভাবে ব্যবহার করার চেষ্টা করেছেন প্রেসিডেন্ট। যা বিশ্বাসঘাতকতার নামান্তর।
পাস হওয়া প্রস্তাবনার আওতায় আগামীতে অভিশংসন সংক্রান্ত সব শুনানিই প্রকাশ্যে আসবে। যাতে মানুষ এ প্রক্রিয়ার খুঁটিনাটি সবকিছুই জানতে পারে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়