Thursday, October 10

নতুন দুই গানে কণ্ঠ দিলেন সালমা

সম্প্রতি ক্লোজআপ ওয়ান তারকা সালমা প্রথমবার হাবিব ওয়াহিদের সুর ও সঙ্গীতে ‘দূর অজনায়’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন। নতুন খবর হলো এবার দুই দিনে নতুন দুই গানে কণ্ঠ দিলেন সালমা। গান দুটির শিরোনাম ‘সাত সাগরের ওপারে’ এবং  ‘নিশি রাইতে শ্যামের বাসি’। 

এর মধ্যে ‘সাত সাগরের ওপারে’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন আহমেদ খসরু এবং সঙ্গীত পরিচালনা করেন এম.এ. রহমান। অন্যদিকে, ‘নিশি রাইতে শ্যামের বাসি’ গানটির কথা লিখেছেন আব্দুল মুকিত, সুর করেছেন অভি আকাশ এবং সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু।
নতুন গানগুলোর প্রসঙ্গে সালমা বলেন, হাবিব ভাইয়ের গানের পরে আমি আরো দুইটি নতুন গানে কন্ঠ দিয়েছি। গান দুইটি সম্পূর্ণ আলাদা ধরনের। খুব সুন্দর হয়েছে গান দুইটি। গান নিয়ে বলবো আমি সব সময় গানের কথা ও সুরকে গুরুত্ব দিয়ে থাকি। কথা , সুর যদি ভালো হয় এর পরে গানটি করি। সেই রকম গান দুইটির কথা ও সুর খুব চমৎকার হয়েছে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।
সালমা জানান, শিগগিরই ফোক ঘরানার গান দুটির মিউজিক ভিডিওসহ প্রকাশ হবে করা হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়