Sunday, October 6

পাকিস্তানে বাস খাদে পড়ে ১১ জন নিহত

বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১১ জন যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে ২ জন শিশু এবং ৩ জন নারীও রয়েছেন বলে জানা যায়। আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। শনিবার পাকিস্তানের বেলুচিস্তানে পাসনি থেকে করাচি যাওয়ার পথে মাকরান উপকূলীয় মহাসড়কের কাছে এ দুর্ঘটনায় ঘটে।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে পৌঁছান পাক কোস্ট গার্ডের সদস্যরা। 
কোস্ট গার্ড সূত্র জানায়, ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু ঘটে। আহতদের ওরমারাতে অবস্থিত পিএনএস দারমান জাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। হাসপাতালের চিকিৎসকরা পরে তাকে মৃত ঘোষণা করেন। পাকিস্তান নেভীর চিকিৎসকরা চিকিৎসা বাকিদের সেবা দিচ্ছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়