Saturday, October 19

‘দুঃসময়ে পাওয়া যাবে না অনুপ্রবেশকারীদের’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, দলে অনুপ্রবেশকারীদের সুসময়ে পেলেও দুঃসময়ে পাওয়া যাবে না। এদের জায়গা দেবেন না। আগামী নির্বাচন উপলক্ষে দলকে শক্তিশালী করতে হবে।

বিএনপি-জামায়াত নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, অর্থহীন আন্দোলন ও হুমকি-ধমকি দিয়ে লাভ নেই। নির্বাচন করতে চাইলে প্রস্তুতি নিন।
শনিবার দুপুরে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, দলে কোনো মাদকাসক্ত, চাঁদাবাজ, মাস্তান ও দুর্নীতিবাজদের ঠাঁই দেয়া হবে না। সৎ ও যোগ্যদের নেতৃত্বে আনা হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম ঠাণ্ডু, মেরিনা জাহান, এমপি শহিদুল ইসলাম বকুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও সংরক্ষিত নারী আসনের এমপি রত্না আহমেদ।
সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, অধ্যাপক শামসুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, যুগ্ম সাধরণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক মালেক শেখ, উপ-দফতর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম প্রমুখ।
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়