মাত্রই শেষ করেছেন ‘দাবং থ্রি’এর শুটিংয়ের কাজ। ডিসেম্বরে মুক্তি পেতে
যাচ্ছে বহুল প্রতীক্ষিত সালমান খানের এই ছবিটি। তবে এরই মধ্যে শোনা যাচ্ছে,
৪ নভেম্বর থেকে শুরু হবে সালমানের আগামী ছবির কাজ। এই ছবিতেও পুলিশের
ভুমিকায় পর্দা কাঁপাবেন বলিউডের ভাইজান।
প্রভু দেবা পরিচালিত এই
ছবিটির নাম হতে পারে ‘ইন্ডিয়াজ় মোস্ট ওয়ান্টেড কপ: রাধে’। সঞ্জয় লীলা
বানসালির সাথে বাকবিতন্ডতায় জড়িয়ে ‘ইনশাল্লাহ’ ছবি থেকে নিজেকে সরিয়ে নেন
সালমান। কাজ স্থগিত হয়ে যাওয়ায় আগামী ঈদে সালমানের কোন ছবি আসবে, তা নিয়ে
শুরু হয় বিস্তর জল্পনা কল্পনা। তবে এখন মনে করা হচ্ছে, এই ছবিটিই হতে
যাচ্ছে ২০২০ সালে সালমানের ঈদে মুক্তি পাওয়া ছবি। জানা যায়, এটি কোরিয়ান
ছবি ‘দ্য আউটলজ়’-এর রিমেক। ‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজ়ির পর তাহলে আরও একবার
পুলিশের চরিত্রে দেখা যাবে সালমান কে। গ্যাংস্টারদের সাফাই করার জন্য
সালমানের লুক ও চরিত্র ‘চুলবুল পাণ্ডে’র চেয়ে এখানে কতটা আলাদা হয়, সেটাই
এখন দেখার বিষয়।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়