Wednesday, September 11

বৃদ্ধ সেজে আমেরিকার পথে, বিমানবন্দরেই ধরা

অমরিক সিং। বয়স ৮১। মুখে সাদা ধবধবে দাড়ি, পুরো মাথায় পাকা চুল, পাগড়ি। চোখে মোটা ফ্রেমের চশমা লাগানো। বিমানবন্দরে চেকিংয়ের সময় কাঁপা হাতে পাসপোর্ট এগিয়ে দিলেন। আর তাতেই সব আয়োজন মাটি হয়ে গেল। বেরিয়ে এল ওই বৃদ্ধের আসল পরিচয়।

রোববার ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে। বৃদ্ধের মুখোশ ধারণ করা ওই ব্যক্তির বয়স ৩২। তার আসল নাম জয়েশ পাটেল।
জানা গেছে, আমদাবাদের বাসিন্দা জয়েশ নাম আর বয়স বদলে জাল পাসপোর্টের মাধ্যমে নিউইয়র্কে পালানোর চেষ্টা করছিল। মুখের মেকআপে কোনো খুঁত ছিলো না, কিন্তু গলা আর হাতের চামড়ায় বয়সের ছাপ ফেলতে ভুলে গিয়েছিল জয়েশ। আর তাতেই ওই যুবক সিআইএসএফ জওয়ানের চোখে ধরা পড়ে যায়।
সিআইএসএফ-এর এক শীর্ষকর্তা জানান, জয়েশের হাঁটাচলা বুড়োদের মতো হলেও হাতের চামড়ায় বয়সের ছাপ ছিল না। তার উপর যে চশমাটি সে পড়েছিল, সেটি ‘জিরো পাওয়ার’-এর। সন্দেহ পাকা হলে দাড়িতে টান দিতেই আলগা হয়ে খুলে যায়।
সিআইএসএফ-এর পক্ষে থেকে জানানো হয়েছে, ওই যুবককে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। পুলিশ বিষয়টির তদন্ত করছে। সূত্র- জিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়