Thursday, September 12

ত্রিদেশীয় সিরিজের টিকিট মূল্য ১০০ থেকে ২০০০ টাকা

জিম্বাবুয়ে, আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে আগামীকাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিরিজের টিকিটের মূল্য নির্ধারণ করেছে সর্বনিম্ন ১০০ টাকা আর সর্বোচ্চ মূল্য ২০০০ টাকা। ম্যাচের আগের দিন সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের নির্ধারিত টিকিট কাউন্টারে পাওয়া যাবে টিকিট।

উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে জিম্বাবুয়ের। রাউন্ড রবিন পদ্ধতিতে তিন দলের প্রত্যেকেই দুইবার করে একে অপরের মুখোমুখি হবে। সিরিজের লিগ পর্বের প্রথম তিন ম্যাচ হবে মিরপুরে। আর শেষ তিন ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ২৪ সেপ্টেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল।  মিরপুরের ম্যাচগুলোর টিকিটের দাম জানালেও বিসিবি চট্টগ্রামের বাকি তিনটি ম্যাচের দাম জানায়নি।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টিকিটের দাম:
বিসিবি আন্তর্জাতিক লাউঞ্জ: ২০০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড: ১০০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড: ৫০০ টাকা
শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড: ৩০০ টাকা
উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ১৫০ টাকা
পূর্ব স্ট্যান্ড: ১০০ টাকা
 ত্রিদেশীয় সিরিজের সূচি:
বাংলাদেশ-জিম্বাবুয়ে: ১৩ সেপ্টেম্বর, মিরপুর
আফগানিস্তান-জিম্বাবুয়ে: ১৪ সেপ্টেম্বর, মিরপুর
বাংলাদেশ-আফগানিস্তান: ১৫ সেপ্টেম্বর, মিরপুর
বাংলাদেশ-জিম্বাবুয়ে: ১৮ সেপ্টেম্বর, চট্টগ্রাম
আফগানিস্তান-জিম্বাবুয়ে: ২০ সেপ্টেম্বর, চট্টগ্রাম
বাংলাদেশ-আফগানিস্তান: ২১ সেপ্টেম্বর, চট্টগ্রাম
ফাইনাল: ২৪ সেপ্টেম্বর, মিরপুর
ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়