Thursday, September 12

ব্লকচেইন স্মার্টফোন আনছে এলজি

দক্ষিণ কোরিয় ইলেক্ট্রনিক প্রতিষ্ঠান এলজি এবার নিজস্ব প্রযুক্তির ব্লকচেইন স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে।

মূলত দক্ষিণ কোরিয়াতে স্যামসাং এলজির প্রধান প্রতিদ্বন্দ্বী। তাই  স্যামসাংয়ের মতো এলজিও অনেক ধরনের উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে। এদিকে বছরের শুরুতেই ব্লকচেইন কিস্টোর যুক্ত গ্যালাক্সি এস১০ মডেলের হ্যান্ডসেট এনেছে স্যামসাং। ফোনটি সম্পূর্ণরূপে ইআরসি-২০ টোকেন, ড্যাপস এবং বিটকয়েন সাপোর্ট করে। এলজি চাচ্ছে আরো চমকপ্রদ কিছু বাজারে আনতে।
জানা গেছে, ইতোমধ্যে বাজার গবেষণার কাজটি সম্পন্ন করেছে এলজি। এমনটি প্রতিষ্ঠানটি ভবিষ্যতের জন্য ব্লকচেইনের জন্য প্রস্তুতি সেরেছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ব্লকচেইন স্মার্টফোন আনার জন্য আবেদন করেছে। এমনকি প্রতিষ্ঠানটি ওয়ালেট সেবাও আনতে কাজ করেছে।
ব্লকচেইন স্মার্টফোন আনার ক্ষেত্রে স্যামসাং কিংবা এলজি প্রথম নয়। এর আগে সিরিল ল্যাবস ফিনি ব্লকচেইন স্মার্টফোন এনেছে। গত ডিসেম্বর থেকেই যার বিক্রি শুরু হয়েছে। ফোনটির দাম ৯৯৯ মার্কিন ডলার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়