Sunday, September 1

মেসেঞ্জারে ‘সিন’ না করে মেসেজ পড়ার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক 

হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে অন্যের পাঠানো যেকোনো বার্তা দেখলেই তা প্রেরক জানতে পারেন। এতে অনেক সময় বেশ জটিলতায় পড়তে হয়। তবে রিড রিসিপট ফিচার সাময়িকভাবে অকার্যকর করে সিন না করে মেসেজ পড়া সম্ভব।

* প্রথমে ফোনের ফ্লাইট মোড অন করবেন।
* ফ্লাইট মোড অন করার সঙ্গে সঙ্গে ডাটা বা ওয়াইফাই বন্ধ হয়ে যাবে। এবার মেসেজ পড়ুন।
* এবার অ্যাাপ ক্লোজ করতে হবে। না হলে যখন ওয়াইফাই-ডাটা যখন অন করবেন তখন মেসেঞ্জার ডাটা সিংক করে অপর প্রান্তে আপনার এই গোয়েন্দাগিরি জানিয়ে দেবে।
* অন্যদিকে হোয়াটসঅ্যাপে এ সুবিধা পেতে সেটিংস পেজে প্রবেশ করে পর্যায়ক্রমে অ্যাকাউন্ট, প্রাইভেসি অপশনে ক্লিক করে ‘টার্ন অব রিসিপটস’-এ ক্লিক করতে হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়